আসুন আজ আমরা আমাদের অতি প্রয়োজনীয় বিষয় FACEBOOK নিয়ে একটু কথা বলি । ইহার দিকে আজ হ্যাকারদের নজর বেশি । আমরা আমাদের FACEBOOK কে হ্যাকারদের হাত থেকে কিভাবে রক্ষা করতে পারি তা নিয়ে আলোচনা করবো । যদিও এ সিস্টেম অনেকে জানেন তারপরও আবার এটা নিয়ে এলাম যারা জানেন না তারা জেনে নিন । আর যারা জানেন তাদের জানার দরকার নেই ।
আমরা যারা FACEBOOK ব্যবহার করি তারা নিশ্চয় মোবাইল ব্যবহার করেন । মোবাইলের কথা কেনো বললাম কারন আপনে যখন FACEBOOK অপেন করবেন তখন আপনার মোবাইলে একটি এসএমএস আসবে । ভয়ের কিছু নেই কোনো টাকা কাটবে না । এসএমএস এর মাধ্যমে আপনাকে একটি কোড
পাঠানো হবে ।
আসুন এবার দেখা যাক কিভাবে কাজটি করবেন
আপনে ১ম এ FACEBOOK এ যদি মোবাইল নাম্বার add না করে থাকেন , তাহলে add করে নিন ।
Account setting এ যান এবং account security এর পাশে change a click করুন ।
এবার Login Notifications এর নিচে লিখা send me a text message সিলেক্ট করুন । এরপর
Login Approvals এর নিচে লিখা Require me to enter a security code sent to my phone সিলেক্ট করুন । তাহলে আপনার কাজ শেষ । এবার যদি কেঊ অন্য কোণো DEVICE থেকে login করতে চায় তাহলে একটি কোড চাইবে যা আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে । এ কোড ছাড়া facebook login করতে পারবেন না ।আপনে login করার সময় এ রকম কোড আসলে তা type করে Enter চাপুন ।
ভালো থাকবেন ,আর ভুল হলে মাফ করবেন ।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment