0 শরীরের তাপমাত্রা ব্যবহার করেই হাতঘড়ি চলবে

শরীরের তাপমাত্রা ব্যবহার করেই হাতঘড়ি চলবে

যুক্তরাষ্ট্রের একটি ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান মানুষের শরীরের তাপমাত্রা ব্যবহার করে ইলেকট্রনিক যন্ত্র চালানোর পদ্ধতি উদ্ভাবন করেছে। পারপেচুয়া নামের এ প্রতিষ্ঠানটির উদ্ভাবিত প্রযুক্তিতে শরীরের তাপমাত্রা ব্যবহার করেই হাতঘড়ি চলবে।
পারপেচুয়ার ব্যবহূত পদ্ধতিটি অবশ্য ২০০ বছর আগেই থমাস জোহান সিবেক নামের একজন পদার্থবিদ উদ্ভাবন করেছিলেন। সিবেক তাঁর গবেষণায় দেখেছিলেন, কোনো ধাতব যৌগের একদিকে তাপমাত্রা বাড়ানো ও অন্যদিকে তাপমাত্রা কমানো হলে বিদ্যুত্ উত্পন্ন হয়।




মানুষের শরীরের তাপমাত্রা বায়ুমণ্ডলের তাপমাত্রার চেয়ে বেশি থাকে। পারপেচুয়া এ মূলনীতি প্রয়োগ করে একটি আর্মব্যান্ড তৈরি করেছে, যা শরীরের তাপমাত্রা কাজে লাগিয়ে ব্লুটুথ যন্ত্রের মতো কম বিদ্যুত্ শক্তিতে চলে—এমন যন্ত্রগুলোর প্রয়োজনীয় বিদ্যুত্ জোগাতে সক্ষম। এ পদ্ধতিতে হাতঘড়ি ও হার্ট মনিটরের মতো যন্ত্রগুলোর বিদ্যুত্শক্তি শরীরের তাপমাত্রা থেকে পাওয়া যাবে বলেই জানিয়েছে পারপেচুয়া কর্তৃপক্ষ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সরকারের জন্য পণ্য তৈরির কাজ হাতে নিলেও অদূর ভবিষ্যতে বাণিজ্যিক উদ্দেশ্যে শরীরের তাপমাত্রা কাজে লাগাতে সক্ষম হাতঘড়ি বাজারে আনার পরিকল্পনা করছে পারপেচুয়া।   prothom-alo theke neoya

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

 

freenewsoftware Copyright © 2011 . . . .